গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ হেল্পার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত পিকআপ চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত পিকআপ হেল্পারের নাম সোহাগ হাওলাদার(২৫)। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহত চালক অহিদুল (২৫)। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের মাহবুব আলমের ছেলে।
গজারিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় পিকাআপে থাকা চালক ও হেল্পার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেল্পার সোহাগকে মৃত ঘোষণা করেন।
চালক অহিদুলের অবস্থা অসংখ্যজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।