ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত ৩

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার ভাণ্ডারি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র লরি উলটে দুজন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— জেলার হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কুড়ুয়াপাড়া গ্রামের সাব্বির হোসেন (১৪) ও একই এলাকার রাজিব মিয়া (২৫)। নিহত সাব্বির হোসেন কুতিউড়া কুড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে গৌরীপুর-বেখৈরহাটি সড়কের অচিন্তপুর ইউনিয়নে গাড়িচাপায় পথচারী আব্দুর রাজ্জাক (৫৫) গুরুতর আহত হন।

তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক লামিয়া ইসলাম যুথি।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লরি ও  ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031