শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার

নিজের বউকে নিয়ে রাজধানী ঢাকার বসুন্ধরা সিটিতে ঈদের বাজার করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। একাধিক গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে বসুন্ধরা সিটির ৬ষ্ঠ তলা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমের হাতে গ্রেপ্তার হন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী খুন, চাঁদাবাজি, ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পিটানোর হুমকিসহ নানাভাবে আলোচনায় থাকা ছোট সাজ্জাদের নাগাল পাচ্ছিল না পুলিশ। তাকে ধরার জন্য সিএমপি থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। অবশেষে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করল সিএমপি পুলিশের টিম। অভিযানের সময় সাজ্জাদের অনুসারীদের ছুরিকাঘাতে আহত হন এক ক্রেতা। এই খবরে চট্টগ্রাম শহরের অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন।  সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের  বলেন, আমরা গোপন সূত্রে খবর পাই, ছোট সাজ্জাদ বসুন্ধরা এলাকায় শপিং করতে যাবে। সিএমপির ডিসি (নর্থ) আমিরুল ইসলাম সাদা পোশাকে সেখানে অবস্থান নেন। এডিসি (নর্থ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম থেকে সাজ্জাদের গতিবিধির খবর নিয়ে ডিসি নর্থ আমিরুল ইসলামকে আপডেট দিচ্ছিলেন। এক পর্যায়ে ছোট সাজ্জাদ সিএমপির টিমের হাতে গ্রেপ্তার হয়। পরে তেজগাঁও থানাকে খবর দেওয়া হয়। তেজগাঁও পুলিশ এলে সিএমপির টিম আসামি সাজ্জাদকে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা ডিসি নর্থসহ তেজগাঁও থানায় অবস্থান করছে। তিনি জানান, রোববার যেকোনো সময় ছোট সাজ্জাদকে চট্টগ্রাম আনা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের সময় পুলিশের সাথে তার ধস্তাধস্তি হয়। পালাতে গিয়ে সে ৬ষ্ঠ তলা থেকে পুরো মার্কেটে দৌড়াতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার পরনের শার্ট খুলে যায়। এদিকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে আসছে তখন সাজ্জাদকে খালি গায়ে দেখা যাচ্ছে। তখনো সাজ্জাদ পুলিশের সাথে ধস্তাধস্তি ও উচ্চ বাক্যে কথা বলছেন।

সাজ্জাদকে ধরিয়ে দিতে সিএমপির পুরস্কার ঘোষণা :  এর আগে সাজ্জাদ হোসেনের সন্ধান চেয়ে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিল সিএমপি। ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার দুদিনের মাথায় তাকে ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর দুদিন আগে রাতে ছোট সাজ্জাদ ফেইসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন। ঘটনা ঘটনার ব্যাপারে থানায় জিডি করা হয়।

সাজ্জাদের নানা অপকর্ম : গত বছরের ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী থানার অঙিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।

এরপর ২১ সেপ্টেম্বর বিকালে নগরের চান্দগাঁও থানার অদুরপাড়া জাগরণী সংঘ সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। চান্দগাঁওয়ের অদুরপাড়া জাগরণী সংঘ সংলগ্ন চায়ের দোকানে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে হত্যার ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার করা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাজ্জাদকে। গত বছরের ৪ ডিসেম্বর অঙিজেন এলাকায় সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের ওপর গুলি ছুড়ে পালিয়ে যান তিনি।

গত ২৮ জানুয়ারি ছোট সাজ্জাদ ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রাণে মারার হুমকি দেন। রাত ১০টা ৩৯ মিনিটে এ হুমকি দেন। নিজের ফেইসবুক আইডি থেকে সাড়ে ১৯ মিনিটের লাইভে আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন বাড়াবাড়ি করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে কালার করা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ফেইসবুক লাইভে এসেছেন, যাতে পুলিশের ঊর্ধ্বতনরাও তার কথাগুলো শুনতে পান।

ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন, তাহলে রাস্তায় ন্যাংটো করে পেটাতেন। লাইভে শীঘ্রই আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিচার না পেলে নিজেই প্রতিশোধ নিবেন। প্রয়োজনে নিজে মরে যাবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930