ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ককে বহিষ্কারের দাবি

ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে যুগ্ম আহবায়ক মো. কবির হোসেনকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যার পর জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন সম্প্রতি তার ফেসবুক লাইভে এসে জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর ও সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফসহ জেলা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মনগড়া, কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য করেন।

বক্তারা কবির হোসেনকে সন্ত্রাসী, চাঁদাবাজ উল্লেখ করে প্রকাশিত ভিডিও বক্তব্যের জন্য দলের সবার কাছে ক্ষমা চাওয়াসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান।

উপস্থিত ছিলেন- এনামুল হক, সদস্য মোস্তফা কামাল মিলন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, জেলা শ্রমিক দলের সম্পাদক মো. তানভির আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন, আকতার হোসেন, জাকির হোসেন মনির, নুরে আলম ফরহাদ, মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

February 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28