ভোলায় চাঁদার দাবীতে হামলা,দোকান লুট, ভাংচুর, ও স্বর্ণ অলংকার লুটের অভিযোগ
ভোলার সদর উপজেলা ভেলুমিয়া চাঁদার দাবীতে হামলা,দোকান লুট, ভাংচুর, ও স্বর্ণ অলংকার লুট করে নাজিম এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা।
অভিযোগ সূত্রে জানাযায়, কিছু দিন আগে থেকে ওই এলাকার ব্যবসায়ী বিল্পবের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে স্থানীয় চঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের মূল হোতা নাজিম, মনির, মিরাজ, তুহিন, সিদ্দিক মাঝিসহ একটি সন্ত্রাসী চক্র। ব্যবসায়ী বিপ্লব এ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীদের সাথে বাক বিতন্ড ও তীব্র শত্রুতা শুরু
পরে শুক্রবার বিকেলে নাজিম, মনির, মিরাজ, তুহিন, সিদ্দিক মাঝিসহ নেতৃত্বে আরো২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বিপ্লব এর দোকানে প্রবেশ করে।
এসময় সন্ত্রসীরা (দোকান এর নাম লিখে দিবেন) প্রবেশ করে বিপ্লবের উপর নিমর্ম ভাবে হামলা চালিয়ে তার দোকানে থাকা নগদ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ও দোকানের দামিয় মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে ।
অন্যদিকে পার্শ্ববর্তি আরো ৪টি দোকান ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় বিপ্লবের ডাক-চিৎকারে তার বাড়িতে থাকা স্ত্রী ও অন্যান্য মহিলারা ছুটি এলে সন্ত্রাসীরা তাদের শ্লীলতাহানী ও তাদের কাছে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে আভিযোগ করেণ ভূক্তভোগীরা।
পরে স্থানীয়রা বিপ্লবকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখতে অভিযোগ দাখিল করা হয়।ঘটনা স্থলে এসে আমরা প্রথমিক ভাবে অভিযোগ এর সত্যতা পেয়েছি।পরর্বতীতে আমরা আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।