আলীনগর ইউনিয়ন ০৭নং ওয়ার্ডে পুর্বের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ১- জনকে কুপিয়ে জখম করে আহত – ৩
ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ হোসেন ওরফে মশু (২৭) মোঃ ফারুক, কয়ছর, সাথি বেগম, শাহিনা বেগম। অভিযোগ করে জানান গত ১১/০৯/২০২৪ ইং তারিখে বিকাল অনুমান ৫টার সময় দেশীয় অস্ত্র সশস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন,পুর্বের ঘটনার জের ধরে আমির হোসেনের ছেলে সেনা সদস্য জাহিদের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী শেখ ফরিদ, হাসান, মোঃ সফি, আক্তার হোসেন, মোঃ আবদুল্যাহ, মোঃ তৈয়ব, মোঃ তোফাজ্জল হোসেন সহ। আমাদের উপর অতর্কিত হামলায় চালায়
সেনা সদস্য জাহিদকে ২ নাম্বার আসামী করে ৮- জনের বিরুদ্ধে মোশারফ হোসেন মশু বাদী হয়ে ১২/ ০৯ /২০২৪ ইং তারিখে ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন যাহার নাম্বার- জি আর ৪৯৫ / ২৪ ভোলা।
এ বেপারে সেনা সদস্য জাহিদকে একাধিক বার ফোন করে তার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি। যহার নাম্বার ( ০১৮৫৭৩৫৩০৪২)