দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে ৮ ডাকাত নিহত
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে কেপটাউনের খাইলিতশা শহরে নগদ টাকা পরিবহণে নিয়োজিত একটি গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা করলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ জন ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে খায়েলিতশা শহরের টুয়ে একদল ডাকাত নগদ টাকা পরিবহণের গাড়ি ডাকাতি করতে যাচ্ছিল। তখন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ জন ডাকাত নিহত হয়।
এ সময় পুলিশ সাতটি একে ৪৭ রাইফেল, দুটি আর ৫ রাইফেল, চারটি অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্র, তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ চার্জার এবং গোলাবারুদে ভরা অসংখ্য ম্যাগাজিন উদ্ধার করেছে।
দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার নোভেলা পোটেলওয়া বলেছেন, অগ্রাধিকার অপরাধ তদন্ত অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে একটি বহুবিভাগীয় দল (হকস নামে পরিচিত), গোয়েন্দা সংস্থা, বিশেষ টাস্ক ফোর্সের সদস্য, নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা নগদ টাকা পরিবহণের গাড়ি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাচ্ছিল।
গাড়ি অনুসরণ করা সন্দেহভাজনদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ পালটা গুলি করলে ৮ ডাকাত গুলিতে নিহত হয়েছে। পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।