পর্তুগালে ঈদুল আজহার জামাতে মুসল্লিদের ঢল

পর্তুগালে রোববার ঈদুল আজহা উদযাপিত হয়। দেশটির বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে বাংলাদেশীদের আয়োজনে ঈদের প্রধান জামাতে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে।

সাত হাজারেরও বেশি মানুষের ধারণক্ষমতার এই পার্কটিতে জায়গার সংকুলান না হওয়ায় অনেকে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। বলা হয়ে থাকে এটি ইউরোপের অন্যতম সর্ববৃহৎ ঈদের জামাত।

সাত হাজারেরও বেশি মানুষের ধারণক্ষমতার এই পার্কটিতে জায়গার সংকুলান না হওয়ায় অনেকে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। বলা হয়ে থাকে এটি ইউরোপের অন্যতম সর্ববৃহৎ ঈদের জামাত।

অপরদিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বন্ধর নগরী পর্তোতে এ বছর খোলা আকাশের নিচে ঈদের জামাতে আদায় করা সম্ভব হয়নি।

বাংলাদেশীদের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে শহরের প্রাণকেন্দ্রের মেট্রো স্টেশনে উপরে ঈদের নামাজ আদায় করা হতো। তবে এর পরিবর্তে  মিনিসিপালিটির বাস্কেটবল প্যাভিলিয়নে নামাজের জামাতের আয়োজন করা হয়।

বাংলাদেশ কমিউনিটি পোর্তো এর প্রেসিডেন্ট শাহ আলম কাজল বলেন শেষ মুহূর্তে অনুমতি পাওয়ার কারণে আমরা নিরাপত্তা সহ বিভিন্ন অনুমতি নিতে পারিনি তবে এই জামাতেও দেড় থেকে দুই হাজারের মতো মুসল্লিদের সমাগম ঘটে। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ বলেন এই উৎসব একটি ত্যাগের উদাহরণ যা আমাদের বাস্তব জীবনে সকলকে মেনে চলতে হবে।

এই দেশের নিয়ম মেনে চলতে হবে বাংলাদেশী বা মুসলিম ভাইদের দুঃখ কষ্টে এগিয়ে আসতে হবে। তাছাড়া খুতবায় তিনি সকল মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।

উক্ত ঈদ জামাত উদযাপন কমিটির পক্ষ থেকে  জানানো হয়েছে, মুসলিমদের ধর্ম পালনের অধিকার এর প্রতি সম্মান জানিয়ে স্থানীয় কর্তৃপক্ষ প্রতি বছরই সুযোগ করে দেন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এতে সাড়া দিয়ে ঈদের জামাতকে সার্থক করেছেন।

তাছাড়া পর্তুগাল জুড়ে প্রায় শতাধিক স্থানে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য রাজধানী লিসবনের কেন্দ্রীয় জামে মসজিদ, আলজেস মসজিদ, কাসকায়েস মসজিদ, বারেইরো অ্যাসোসিয়েশনের পক্ষে স্থানীয় পার্কে, আমাদরা মসজিদ, ভিলা নোভা মিলফন্টেস ফুটবল স্টেডিয়াম সহ বিভিন্ন স্থানে ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031