ভোলায় ঘূর্ণিঝড় মোকাবিলায় ছুটি বাতিল

ভোলায় ঘূর্ণিঝড় মোকাবিলায় ৮টি কন্ট্রোল রুম ও ৭৪৩টি সাইক্লোন সেল্টার খোলা রাখা হয়েছে। সরকার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল  করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দুর্যোগ মোকাবিলা কমিটির জরুরি সভা শেষে জেলা প্রশাসক আরিফুজ্জামান এ সিদ্ধান্ত জানান।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, কোস্টগার্ড অপারেশন অফিসার হাসান মেহেদী প্রমুখ।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান,   মানুষের আশ্রয়ের জন্য জেলার ৬৫৫টি স্কুল প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে জেলার মেঘনা নদী ও সাগর মোহনার বিচ্ছিন্ন ১০টি চর থেকে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলায় ৭ নম্বন বিপদ সংকেত ঘোষণা করায় রেড ক্রিসেন্ট ও ১৩ হাজার ৮৬০ জন কর্মী মানুষকে সতর্ক করতে প্রচারনা শুরু করেছেন বলে জানান সিপিপি উপপরিচালক আব্দুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930