ব্রেকিং নিউজঃ

সেনাবাহিনী ৮০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৮০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ে শুরুতে ১০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে আদমজীতে আরো প্রায় ৭শ’ পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হবে।

এ বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোত্তাকিম বলেন, ‘গত মার্চের ২৪ তারিখ থেকে সিভিল প্রশাসনকে সহযোগিতায় আমরা নারায়ণগঞ্জের মাঠে রয়েছি।

পাশাপাশি জনগণের পাশে থেকে আমরা তাদের সাহস দেয়ার চেষ্টা করছি, যেন তারাও সচেতন হয় এবং এই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এরই সঙ্গে নিরীহ দিনমজুর ও যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদেরকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’

নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক বলেন, ‘এখনো মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, তাই শুরু থেকে যেমন আমরা সচেতনতা বৃদ্ধিতে নানা কাজ করেছি এখনো তা করে যাচ্ছি। তবে আশার কথাও রয়েছে। যেমন আমাদের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে এখনো কোনো পজিটিভ কেস নেই।

সদর উপজেলায় ৯৬ হাজার ৭০৮টি পরিবারে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। এ ছাড়া ১১শ’ পরিবারে, যেখানে শিশু রয়েছে, সেখানে শিশু খাদ্য আমরা পৌঁছে দিতে পেরেছি। আজ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ দেয়া হচ্ছে। এজন্য আমি ধন্যবাদ জানাই তাদের।’

ইসদার রাবেয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এই ত্রাণ কার্যক্রমে এখানকার দরিদ্র মানুষরা উপকৃত হবেন। মানুষের পাশে ত্রাণ সামগ্রী দিয়ে সবসময় পাশে থাকার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31