ভোলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পৃথক দুটি মামলায় ২২ বছর এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত দুজন আসামীকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ।গত রবিবার ঢাকার চকবাজার এবং নরায়নগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করে ভোলা থানার এএসআই মোঃ নাজির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

এএস আই মোঃ নাজির হোসেন জানান, চট্রগ্রামের কোতোয়ালি থানার একটি অস্র মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসমী জাফর হোসেন।

দীর্ঘ ১২ বছর ধরে সে ঢাকায় পলাতক জীবন যাপন করত। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বাড়ি ভোলা সদর উপজেলার ছোট আলগীর ৮ নং ওয়ার্ডে। তার পিতার নাম মোঃ সফিক আহম্মদ।

অপর আসামি ফারুক হোসেন কুমিল্লা চৌদ্দগ্রামের একটি মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলো।

বিগত ১৫ বছর ধরে ফারুক ঢাকার নরায়নগঞ্জে পলাতক ছিলেন। সে ভোলা সদর উপজেলার মধ্য বালিয়া এলাকার মৃতঃ কাঞ্চন আলীর ছেলে।

একইদিন তাকেও নরায়নগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামী দুজনকে সোমবার সকালে ভোলার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031