লাদাখ সীমান্তে উল্লেখযোগ্যহারে সেনা বাড়িয়েছে চীন : ভারত

লাদাখ সীমান্তে চীন উল্লেখযোগ্যহারে সেনা বাড়িয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিউজ১৮কে দেওয়া এক সাক্ষাতকারে মঙ্গলবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এমনটি দাবি করেন।

রাজনাথ সিং বলেন, এটা সত্য যে চীনারা সীমান্তে অবস্থান নিয়েছেন। তারা দাবি করে যে ওই অঞ্চল তাদের। আমাদের দাবি হলো ওই অঞ্চল আমাদের। এটা নিয়েই দ্বন্দ্ব চলছে। ভারতের যা করা দরকার তাই করেছে।

দ্বন্দ্ব মেটাতে আগামী ৬ জুন ভারত ও চীন সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হবেও বলে জানান রাজনাথ সিং। সীমান্তে দ্বন্দ্বের বিষয়ে রাজনাথ সিং বলেন, আমরা চাই না কোন দেশ আমাদের কাছে মাথা নত করুক এবং আমরা কারো কাছে মাথা নত করি।

এদিকে গত ১ জুন সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে।

লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা ছড়ানোর পর থেকেই সেখানে চীন ও ভারত অধিক পরিমাণে সেনা মোতায়েন করেছে। হিমালয়ের সীমানা নিয়েই দ্বন্দ্বের কারণে ১৯৬২ সালে যুদ্ধ বেধেছিল চীন ও ভারতের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অগণিত। ফের আবার সীমানা নিয়েই সমস্যা।

এদিকে করোনাভাইরাসের উৎস নিয়ে বিবাদ চলছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। দক্ষিণ চীন সাগর নিয়েও চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব রয়েছে। তবে ভারত ও চীন, দুই দেশই এই সীমান্তের বিষয়ে মার্কিন হস্তক্ষেপ চায়না। দুই দেশ নিজেদের মধ্যেই মেটাতে চায় সীমান্তের বিবাদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2024
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031