ইরফান পাঠানকে বাদ দেওয়া হলো আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে
২০২৫ সালের আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকাপ্রকাশ করা হয়েছে, যেখানে ভারত ও বিদেশের ৫০-এর বেশিবর্তমান ও সাবেক ক্রিকেটার থাকলেও নেই ভারতের প্রাক্তনঅলরাউন্ডার ইরফান পাঠানের নাম। আগের আসরগুলোতেধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকলেও এবার তার বাদ পড়ারকারণ নিয়ে আলোচনা চলছে।
ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘মাই খেল’-এর প্রতিবেদনঅনুযায়ী, কিছু ভারতীয় ক্রিকেটারের অভিযোগেরপরিপ্রেক্ষিতে পাঠানকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়াহয়েছে। অভিযোগ রয়েছে যে, ধারাভাষ্য দিতে গিয়ে তিনিব্যক্তিগত মতামত প্রকাশ করেন এবং নির্দিষ্ট কিছুখেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। এমনকিএক তারকা ক্রিকেটার তাকে ফোনে ব্লক করেছেন বলেওজানা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অস্ট্রেলিয়া সফরেরসময় পাঠান এক ক্রিকেটার সম্পর্কে নেতিবাচক মন্তব্যকরেছিলেন, যা সেই ক্রিকেটার ভালোভাবে নেননি।বিসিসিআই-ও তার আচরণ নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণতিনি ধারাভাষ্যের সময় ব্যক্তিগত রোষ ও পক্ষপাতমূলকমতামত প্রকাশ করতেন। সূত্র জানিয়েছে, ‘এমন না হলেতার নাম ধারাভাষ্য প্যানেলে থাকত। গত দুই বছর ধরেতিনি কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডাকায়েম করেছেন, যা মেনে নেওয়া হয়নি।’
ইরফান পাঠান এই ঘটনার বিষয়ে এখনো কোনোআনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তিনি একমাত্র ব্যক্তিনন, যিনি ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন। এরআগে সঞ্জয় মাঞ্জরেকার ও হর্ষ ভোগলেকেও একই ধরনেরকারণে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল।মাঞ্জরেকার বিশেষ করে রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ডপিসেস ক্রিকেটার’ বলে সমালোচিত হন, যা বিতর্কের জন্মদেয়।
২০২৫ সালের আইপিএলে ধারাভাষ্যের দায়িত্বে থাকবেনসুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথুহেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন ও এবিডি ভিলিয়ার্সসহ অন্যান্য ক্রিকেট ব্যক্তিত্ব। অন্যদিকে, বিশ্বব্যাপী ফিডে রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ ও অ্যালান উইলকিনসদের রাখা হয়েছে।
যদিও আইপিএলের ধারাভাষ্য প্যানেলে না থাকলেওইরফান পাঠান থেমে নেই। জানা গেছে, তিনি নিজেরইউটিউব চ্যানেলে আইপিএল ম্যাচ নিয়ে বিশেষ শোকরবেন, যেখানে তিনি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতেপারবেন।