ঈদে ওটিটির জমজমাট লড়াইয়ে তিন তারকা

ঈদ মানেই উৎসব, আর বিনোদনপ্রেমীদের জন্য ঈদ মানেই নতুন সিনেমা ও কনটেন্টের ভাণ্ডার। একসময় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমাই ছিল প্রধান আকর্ষণ, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলোও হয়ে উঠেছে বিনোদনের বড় মাধ্যম। এবারের ঈদে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজ ও ফিল্ম। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছেন তিন জনপ্রিয় অভিনেত্রী—জয়া আহসান, রাফিয়াথ রশীদ মিথিলা ও তাসনিয়া ফারিণ।

জয়ার নতুন রূপ ‘জিম্মি’-তে
প্রথমবারের মতো ওটিটিতে কেন্দ্রীয় চরিত্রে আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘জিম্মি’ নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। এটি ২৮ মার্চ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।

গল্পে দেখা যাবে, সরকারি দপ্তরের এক নিম্নপদস্থ কর্মচারী দীর্ঘ ১০ বছরেও কোনো প্রমোশন পান না। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। একদিন হঠাৎ তিনি অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা খুঁজে পান। এ টাকা নিয়ে তৈরি হয় দোদুল্যমান পরিস্থিতি, যেখানে তার নৈতিকতা ও বাস্তবতার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয় ও প্রান্তর দস্তিদার।

‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নিয়ে ফিরছেন মিথিলা
গত ভালোবাসা দিবসে ‘জলে জ্বলে তারা’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এবার ঈদেও থাকছেন রাফিয়াথ রশীদ মিথিলা। তবে এবার সিনেমা নয়, বরং তার ভক্তরা তাকে দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম সিজন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনের শেষে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন অ্যালেন স্বপন। এই রহস্যময় চরিত্র কে? কেনইবা সে স্বপনকে খুঁজছে? নতুন সিজনে এসব প্রশ্নের উত্তর মিলবে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ ও প্ল্যাটফর্ম এখনো নিশ্চিত হয়নি।

‘হাউ সুইট’ নিয়ে আসছেন ফারিণ
নাটক ও সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও নিয়মিত হয়ে উঠছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন ‘হাউ সুইট’ নামের একটি ওয়েব ফিল্ম নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

ওয়েব ফিল্মটির গল্প এক মজার পরিস্থিতিকে ঘিরে। ট্রেলারে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণ আদায়ের জন্য আদনান সুইটির পিছু নেয়। এরপর একের পর এক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় তাদের যাত্রা, যেখানে মিষ্টি প্রেমের আভাসও পাওয়া যায়।

‘হাউ সুইট’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ওটিটিতে ঈদের আমেজ
ঈদের আনন্দে ওটিটিও কম যায় না। সিনেমাহলে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর পাশাপাশি ঘরে বসে বিনোদন পেতে দর্শকরা ঝুঁকছেন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে। এবারের ঈদে জয়া আহসান, মিথিলা ও ফারিণের অভিনীত কনটেন্টগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলবে বলেই আশা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930