ভোটার হওয়ার বয়স ১৬, প্রার্থী হওয়ার বয়স ২৩ করার প্রস্তাব এনসিপির

জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হওয়ার বয়স ১৬ এবং প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জমা দেওয়া হবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রূপায়ণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার এই তথ্য জানান। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। এবারকার আন্দোলনকে বিশ্বব্যাপী ‘জেন-জির অভ্যুত্থান’ হিসেবে দেখা হয়েছে। তাই এ প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার।”

তিনি আরও বলেন, “বর্তমানে ভোটাধিকার পেতে ন্যূনতম বয়স ১৮ এবং সংসদ নির্বাচনে প্রার্থী হতে বয়স হতে হয় ২৫ বছর। কিন্তু বর্তমান যুগে তরুণরা আগের চেয়ে অনেক বেশি সচেতন ও রাজনৈতিকভাবে সক্রিয়। তাই তাদের জন্য ভোট দেওয়ার বয়স ১৬ এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ করার প্রস্তাব দিচ্ছি।”

গণ-অভ্যুত্থানের পর দেশের সংবিধান আর কার্যকর নেই বলে উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তিনি। এনসিপির মতে, আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, যেখানে সংবিধান সংস্কারের কাজ শেষ হলে এটি আইনসভায় রূপান্তরিত হবে।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন এর আগে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার প্রস্তাব দিয়েছিল। তবে এনসিপি মনে করে, এটি খুবই কম এবং ন্যূনতম বয়স ২৩ বছর হওয়াই যথাযথ হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার দুপুর ২টায় দলটির প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাব জমা দেবে। এরপর ঈদের পর ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930