বড় অঙ্কের জরিমানা গুনলো পাকিস্তানি ক্রিকেটাররা

আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। সবচেয়ে বড় জরিমানা করা হয়েছে আমের জামালকে। তার বিরুদ্ধে অভিযোগ আছে রাজনৈতিক স্লোগান ব্যবহার করা ক্যাপ পরিধানের। গত অক্টোবরে পাকিস্তানে সফরে গিয়েছিল ইংল্যান্ড। জামালের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আসে এই সিরিজে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়, রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। প্রথম টেস্টে একটি সাক্ষাৎকারের সময় রাজনৈতিক স্লোগান ‘৮০৪’ লেখা ওই ক্যাপটি পরেছিলেন। ৮০৪’ লেখা ক্যাপটি সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের খানকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। ২০২৩ সালের মে মাস থেকে ইমরান কারাগারে আছেন। জামালের এই আচরণকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতি’র লঙ্ঘন হিসেবে চিত্রায়িত করেছে পিসিবি। তাই পাকিস্তানি মুদ্রার হিসাবে সংখ্যাটা ১.৩ মিলিয়ন রুপি বা বাংলাদেশি টাকায় সাড়ে ৫ লাখের বেশি টাকা জরিমানা করা হয়েছে আমের জামালকে। জামালের পাশাপাশি আরো আরো সাত ক্রিকেটারকে জরিমানা করেছে পিসিবি। এর মধ্যে তিনজনকে গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরের সময় রাতে টিম হোটেলে দেরিতে ফেরায় ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের দায়ে জরিমানা হয়েছে সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদির। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের বাদ পড়ার পর ক্রিকেটারদের এমন শাস্তির খবর জানা গেল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930