সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্যপ্রাচ্যে চলমান আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরব, যেটি ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, এবারও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছে।

সোমবার (১০ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সৌদি আরবে পৌঁছালে তার সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর জেলেনস্কি জানান, যুবরাজ সালমান প্রকৃত অর্থেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, প্রতিরক্ষা খাত, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ সালমান ইউক্রেন সংকট নিরসনে এবং আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় জোর দিয়েছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি স্থাপনের উপায় খোঁজা। এই আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল লক্ষ্য হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য পদক্ষেপ ও কৌশল নির্ধারণ। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

জেলেনস্কি এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া পোস্টে জানিয়েছেন, ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা করতে যাচ্ছে এবং তারা আশাবাদী যে এই বৈঠক যুদ্ধ বন্ধের পথ সুগম করবে।

সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে জেলেনস্কির প্রকাশ্য বাদানুবাদ হয়। এর পরিপ্রেক্ষিতে সৌদিতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে গিয়েছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে।

উইটকফ মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত এবং তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত মাসে তিনি রাশিয়া সফর করে কারাবন্দি মার্কিন শিক্ষক মার্ক ফোজেলকে মুক্ত করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনেন।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক এবং যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠক ইউক্রেন যুদ্ধের পরবর্তী কূটনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকলেও এটি কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031