আসছেন জাতিসংঘ মহাসচিব,বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পে করবেন ইফতার
চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার মাটিকে পা রাখবেন গুতেরেস ।
এরপর শুক্রবার (১৪ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং সেখানে ইফতার করবেন।
বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, আন্তোনিও গুতেরেস আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে আসবেন। সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে আশা প্রকাশ করি।
ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কক্সবাজারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।