‘কোনো কোনো রাজনৈতিক দল অপকর্ম-চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে
কোনো কোনো রাজনৈতিক দল অপকর্ম-চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সব দুষ্কৃতিকারীদের প্রতিরোধের কথা বলেন তিনি।
বুধবার (১২ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ৩১ দফা নিয়ে কর্মশালায় এ সব কথা বলেন তিনি।
তিনি জানান, জনপ্রিয়তা নেই এমন রাজনৈতিক দলও এখন ক্ষমতায় আসতে চায়। অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দেওয়ার কথাও বলেন, বিএনপির এ নেতা।
সুসময়ে অনেকে দলে এসে বদনাম করতে চায়। এ সব অপরাধীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান, মির্জা আব্বাস।
জনগণের মন থেকে একবার উঠে গেলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে বলে হুশিয়ারি দেন বিএনপির এই নেতা।