নাহিদ রানাকে নিয়ে চিন্তিত নয় টাইগার কোচ
অভিষেকের পর থেকেই টানা খেলার মধ্যে আছেন নাহিদ রানা। গতিময় এই পেসারের তারকাখ্যাতিও বেড়েছে রাতারাতি।
বিপিএল চলাকালে তার ওয়ার্কলোড নিয়ে প্রশ্ন ওঠে একাধিকবার। টুর্নামেন্টের শেষ দিকে ছন্দপতন হতেও দেখা গেছে।
বিপিএলে টানা খেলার কারণে নাহিদের ওপর ধকল তৈরি হতে পারে, বিষয়টি মানছেন প্রধান কোচ ফিল সিমন্সও। তবে অনুশীলনে নাহিদ আগের গতি আর ক্ষিপ্রতা নিয়েই হাজির হওয়ায় চিন্তিত নন কোচ।
সিমন্স বলেন, ‘গত কয়েক ম্যাচে ওকে একটু স্লো মনে হয়েছে। রানআপও একটু বেশি সাধারণ, স্বাভাবিকের চেয়ে কম।
তারা তো আগেভাগে বিদায় নিয়েছে ফলে নাহিদ রানা একটু বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ছিল, রানআপ ছিল, গতকাল তাকে এমন ধারাল বলেই মনে হয়েছে।’
দীর্ঘ বিপিএল শেষ করে ক্রিকেটাররা ক্লান্ত নন জানিয়ে সিমন্স শোনালেন আশার বাণী। ফরম্যাট বদলে এবার ওয়ানডের জন্য দ্রুত প্রস্তুত হওয়ার দিকেই তার পূর্ণ মনোযোগ।
২ দিন হলো ক্যাম্পের। আমি এমন কাউকে দেখিনি যাকে বিপিএলের কারণে ক্লান্ত মনে হচ্ছে।
খেলোয়াড়দের সময় দিতে হবে। দীর্ঘ সময় ব্যাটিং, ঠিক জায়গায় বোলিং। ৫০ ওভারের ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ।’