মাথাপিছু আয় কমেছে
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার।
আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার। বর্তমানে যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার।
গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে। বিবিএস জানায়, সাময়িক হিসেব অনুযায়ী টাকার অংকেও কমেছে মাথাপিছু আয়।
কারণ টাকার অঙ্কে প্রাক্কলন করা হয়েছিল ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। বিবিএসের হিসাবে দেখা গেছে, তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে।
২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।