শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে গুমের মামলা হয়েছে।

বুধবার সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপি কর্মী দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে রাজধানীর শাহজাহানপুর থানায় এই মামলা করেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বলেন, শেখ হাসিনাসহ ২৪ জনের নাম উল্লেখ ও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করা দেখবে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালে তৎকালীন ১৪ দলীয় নেতা মশিউর রহমান রাঙ্গা এক ভাষণে ৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম শহিদ নুর হোসেনকে একজন মাদকাসক্ত, ফেনসিডিলখোর, ইয়াবা সেবনকারী বলে গালি দেন।

এ ঘটনায় ২২ নভেম্বর রাঙ্গার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। মামলার কারণে ১১নং আসামি হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল লোক বাদীর বাড়িতে হামলা করে।

এ ঘটনায় তিনি মামলা করতে গেলে হুমায়ুন কবিরসহ অন্যরা মেরে ফেলার হুমকি দেন।

তিনি এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে ফেসবুকে শেখ হাসিনা সরকারের সমালোচনা করলে ক্ষোভ বাড়ে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩৫নং ওয়ার্ডে প্রার্থী হলে তারা আরও ক্ষুব্ধ হয়।

এজাহারে আরও বলা হয়, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনের কাছ থেকে হেঁটে খিলগাঁওয়ের দিকে যাচ্ছিলেন।

এ সময় কালো গ্লাসের একটি মাইক্রোবাসে তুলে তিনজনের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে।

তারা ক্রসফায়ারের ভয় দেখায়। দুই ঘণ্টার মতো গাড়ি চলার পর তাকে হাঁটিয়ে একটি অজ্ঞাত ঘরে নিয়ে নির্যাতন করা হয়।

এভাবে এক মাসের মতো নির্যাতনের পর তাকে অন্য এক জায়গায় আরেকটি ঘরে আটকে সেখানেও নির্যাতন করা হয়। সেখানেও কিছুদিন চলার পর একদিন তাকে চোখ বাঁধা অবস্থায় মালিবাগ আবু জর গিফারি কলেজের মাঠে ফেলে যায়।

এতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় মামলা করতে পারেননি। ৫ আগস্ট সরকার পতনের পর সবার সঙ্গে পরামর্শ করে মামলা করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

February 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28