কবির ও রব পাটোয়ারীর প্রতারণা মিথ্যা ও ছলনায় নাহারের ছেলে মেয়ে সহ পরিবারটি জিম্মি!
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ১ নং ওয়ার্ডের, গাড়ির ড্রাইভার কবিরের, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী নাহার বেগম।
ঘটনা সূত্রে জানা যায়, কবির গত ১৪ টি বছর আগে ৩ ছেলে-মেয়ে সহ এক বিধবা মহিলাকে, বিবাহ করেন। ভুক্তভোগী নাহার বেগম অভিযোগ করে বলেন, কবির আমার আগের স্বামীর গাড়ির ড্রাইভার ছিলেন, হঠাৎ করে আমার স্বামী মারা যায়, কবির আমার স্বামীর সম্পদ দেখে আমার সাথে প্রেমের ছলনা করে, আমাকে বিবাহর প্রলবন দেখিয়ে বিবাহ করেন।
আমার পূর্বের স্বামীর জায়গা জমি বিক্রি করে ৭ লাখ টাকা নেওয়ার পরে এখন আমাকে ঘর থেকে বের করে, দেওয়ার হুমকি দেন প্রতিনিত আমার উপর নির্যাতন করেন।
আমাদের বাড়ির পার্শ্ববর্তী উত্তর দিঘলদী ইউনিয়নের আব্দুল রব পাটোয়ারী সহ আমাকে একের পর এক, হুমকি-ধামকি এবং আমার যুবতী মেয়ে থাকা শর্তেও আমি রব পাটোয়ারীর ভয়ে ভীতু হয়ে থাকতে হয়, আমার মেয়েকে নিয়ে।
ভুক্তভোগী আরও বলেন, আব্দুর রব পাটোয়ারী আমার স্বামীকে সকল খারাপ কাজের নেতৃত্ব দেন এবং সকল অপকর্মের উৎসাহিত করেন, এখন আবার তিনি আমার স্বামী কবিরকে অন্য মেয়েকে বিবাহ করার জন্য আমাকে তালাক দিতে বলেন।
এ ব্যাপারে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।