ব্রেকিং নিউজঃ

সাংবাদিকের যে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন বাইডেন

এক ব্রিটিশ সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করেন, পশ্চিমের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, এ ব্যাপারে আপনার পদক্ষেপ কী? আর তাতেই মেজাজ হারালেন বাইডেন।

বললেন, আমি যতক্ষণ কথা বলছি আপনি চুপ করে থাকুন। ঠিক আছে?

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বৈঠকের প্রাক্কালে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট বলেছেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ায় হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তার মানে তারা সরাসরি যুদ্ধে নেমে পড়েছে।

আর তাহলে যুদ্ধের চরিত্রটাই বদলে যাবে। সেক্ষেত্রে বাধ্য হয়ে ‘সিদ্ধান্ত’ নিতে হবে রাশিয়াকে। তার কথা থেকে পরিষ্কার, তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি লড়াইয়ের ইঙ্গিত করেছেন।

ন্যাটোর সদস্য দেশগুলো অর্থাৎ আমেরিকা ও ইউরোপের দেশগুলোর নামও উল্লেখ করেছেন তিনি।

আর এ প্রসঙ্গে প্রশ্ন শুনেই বাইডেন থামিয়ে দিলেন সাংবাদিককে। পরে তার বক্তব্য রাখা শেষ হলে তিনি বলেন, আমি পুতিনকে নিয়ে খুব একটা ভাবি না।

সেই সঙ্গেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতার দাবি, যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, সেভাবেই দাঁড়াবে আগামী দিনেও। তার মতে, পুতিন এই যুদ্ধ জিততে পারবেন না।

প্রসঙ্গত, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2025
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031