ভেপিংয়ে সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পায়: শিক্ষার্থীদের পুতিন

রুশ শিক্ষার্থীদের ভেপিংয়ের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গোলিয়ার সীমান্তবর্তী কিযিলের একটি স্কুলে তিনি বলেন, ভেপিংয়ের কারণে অল্পবয়সিদের প্রজনন অঙ্গের কার্যাবলি ক্ষতিগ্রস্ত হয়।

এটি নারী-পুরুষ উভয়ের জন্যই সত্য। এর ফলে ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা হ্রাস পায়।

সোমবার শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাইবেরিয়ান রিপাবলিকের একটি স্কুলে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে কথোপকথন’ শিরোনামে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন পুতিন।

পুতিন বলেন, বদভ্যাসের পরিণতি নিয়ে সবার অবগত হওয়া উচিত। অধিকাংশ মানুষ, বিশেষত তরুণরা- এসব নিয়ে একদমই ভাবে না। যেমন- আজকাল ই-সিগারেটকে আধুনিক ভাবা হচ্ছে।

এছাড়া পুতিন মোটরসাইকেলকে একটি ‘ভারসাম্যহীন’ বাহন হিসেবে উল্লেখ করেছেন।

এক শিক্ষার্থীকে তিনি বলেছেন, সঞ্চয় করো, যেন গাড়ি কিনতে পারো। তোমার মা-বাবার জন্যও এটি সুবিধাজনক হবে।

রাষ্ট্রনেতাদের মধ্যে কেবল পুতিন একাই ভেপিংয়ের বিরুদ্ধে সরব নন। যুক্তরাজ্যের নতুন সরকার ভেপিংয়ের সরঞ্জাম বিক্রি ও সরবরাহে বাড়তি বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930