বাজারে শুকনা খাবারের সংকট
অপ্রত্যাশিত বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বন্যার্তরা। এতে বন্যাদূর্ঘত এলাকায় ঘরবাড়ি ভেসে যায় পানির ঢলে। এখন অনেকে নিজের বাসস্থান ছেড়ে রয়েছেন আশ্রয় কেন্দ্রে।
ফলে খাদ্যের ভোগান্তিতে রয়েছেন তারা। তাদের খাদ্যের জোগান দিতে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এতে করে বাজারে ব্যাপক চাহিদা দেখা দিয়েছে শুকনো খাবার মুড়ি, চিড়া ও গুড়ের। সঙ্গে বেড়েছে দামও।
শনিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারের তথ্য থেকে জানা যায়। ক্রেতার ব্যাপক চাহিদা থাকলেও বাজার পণ্যশূন্য।
বিক্রেতারা বলছেন, শুক্রবার (২৩ আগস্ট) রাত থেকেই বাজারে নেই শুকনা পণ্যের জোগান। শনিবার পণ্য না থাকায় বিক্রি বন্ধ। আগের পণ্যই ডেলিভারি করতে পারছেন না বিক্রেতারা।
জানা গেছে, বাজারে মুড়ি ৬৮-৭৫, চিড়া ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছে। খেজুরের গুড় ১২০-১৩৫ টাকায় আর আখের গুড় বিক্রি হয়েছে ১২০-১৬০ টাকায়।
প্রসঙ্গত, ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৯ লাখ মানুষ। যদিও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ৩ হাজার ১৭৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।