শাকিল-রিজওয়ানের সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়
দুই মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক পাকিস্তান।
১১৩ ওভারে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। শাকিল ১৪১ রানে আউট হলেও ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। গত বুধবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ১৫৮ রান করেছিলো পাকিস্তান।
শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন। গতকাল দ্বিতীয় দিন দুজনেই সেঞ্চুরি তুলে নেন। পঞ্চম উইকেটে ২৪০ রান যোগ করেন দুজন।
সপ্তম সেঞ্চুরির স্বাদ নেওয়া শাকিলকে শিকার করে জুটি ভাঙ্গেন বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৯টি চারে ২৬১ বলে ১৪১ রান করেন শাকিল। ১১টি চার ও ৩টি ছক্কায় ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শরিফুল ৭৭ রানে ও হাসান ৭০ রানে ২টি করে উইকেট নেন। অন্য দুই স্পিনার মিরাজ ৮০ রানে ও সাকিব আল হাসান ১০০ রানে ১টি করে উইকেট নেন।