সাবেক মন্ত্রী আরাফাতকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি কারণ আমি দেশের মানুষকে দেখাতে চেয়েছিলাম আওয়ামী লীগ এককেন্দ্রিক নির্বাচন করে।

তারা সুষ্ঠু নির্বাচন করবে না। ভোটের দিন সকালেই ভোট বর্জন করেছিলাম। কারণ আমার ওপর হামলা করা হয়েছিল। তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে ভোট বর্জনের ঘোষণা দেই।

আরাফাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে (আরাফাত) আমার কাছে রোহিঙ্গা মনে হয়। তার আচার-আচরণ, চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল।

তার মতো একটা বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে। তাও আবার তথ্য প্রতিমন্ত্রী।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন করতে আমার যে খরচ হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরাফাত এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেব।

আরাফাতকে যে ধরিয়ে দিতে পারবে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবে আমি তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেব এবং তার সঙ্গে তার পরিবারকে ৭ দিনের জন্য কক্সবাজারে ট্যুর ফ্রি করে দেব।

এর আগে ২০ আগস্ট রংপুরে সবজী বিক্রেতা নিহতের ঘটনায় আরাফাতকে আসামি করে মামলা করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

February 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28