প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি বিজ্ঞাপন-প্রচারণায় ব্যবহারে নিষেধাজ্ঞা
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি বিজ্ঞাপন-প্রচারণায় ব্যবহারে নিষিদ্ধ করা হয়েছে।
সংবাদপত্রসহ কোনো মাধ্যমে বিজ্ঞাপনী প্রচারণায় তার ছবি ব্যবহার করা যাবে না।
শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের।
এরপর গতকাল (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।