বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।

শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল তিনটার দিকে গভর্নর এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান।

সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।

জানা গেছে, নতুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ শনিবার অর্থ মন্ত্রণালয় ও বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করবেন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আর বাংলাদেশ ব্যাংকে যাননি আলোচিত গভর্নর আব্দুর রউফ তালুকদার।

একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তার রাষ্ট্রীয় বাসভবন গভর্নর হাউজেও অবস্থান করছেন না।

প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার সম্মতিক্রমে গভর্নর নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তাই নিয়ম অনুযায়ী এই বিভাগের মাধ্যমেই তাকে পদত্যাগ করতে হয়।

শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে অস্থিরতা নিরসনে কার্যকরী ভূমিকা নিতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন আব্দুর রউফ তালুকদার।

এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এর প্রতিবাদে বাজেট সংবাদ সম্মেলনে গভর্নরকে বর্জন করেন সংবাদকর্মীরা।

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।

ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন ব্যাংকের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2024
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930