লাতিনিনার পাশে লেডেকি

দুর্দান্ত প্রাপ্তির হাতছানিতে সুইমিংপুলের নীল জলেনেমে, ৮০০ মিটার ফ্রিস্টাইলে ঝড় তুললেন কেটিলেডেকি। প্যারিস অলিম্পিকসে আরেকটিস্বর্ণপদকে আঁকলেন চুমো। তাতে তিনি হয়ে গেলেনইতিহাসের অংশও। নারী-পুরুষ মিলিয়ে সবপ্রতিযোগিতার হিসেবে অলিম্পিকসে সবচেয়ে বেশিপদকজয়ী লেডেকির স্বদেশি মাইকেল ফেলপস; ২৮টি। নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে বেশিপদক সৌভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) লারিসা লাতিনিনার (১৮টি)। এই লাতিনিনারএকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লেডেকি। শনিবার৮ মিনিট ১১ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে ৮০০মিটার ফ্রিস্টাইলে সেরা হওয়ার সুবাদে এখনঅলিম্পিকসের ৯টি সোনা জেতা হয়ে গেল তারও।অলিম্পিকসের ইতিহাসে এতদিন সবোর্চ্চ ৯টিসোনা জয়ের গল্প কেবল লেখা ছিল লাতিনিনার; সে পাতায় এবার নাম উঠল লেডেকিরও। ৯টিসোনা, ৪টি রুপা, ১টি ব্রোঞ্জ- সব মিলিয়েলেডেকির অলিম্পিক পদক হলো ১৪টি।অলিম্পিকসের ইতিহাসে নারী সাঁতারু হিসেবেসবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড তিনি আগেইগড়েছিলেন, সেই রেকর্ড আরেকটু উঁচুঁতে তুললেনযুক্তরাষ্ট্রের এই সাঁতারু। রিও দে জেনেইরোরআসরে চারটি সোনা ও একটি রুপা পেয়েছিলেনলেডেকি। টোকিওর গত আসরে জেতেন ২টি করেসোনা ও রুপা। এর আগে ২০১২ সালে লন্ডনঅলিম্পিকসে পেয়েছিলেন একটি সোনা। ২৭ বছরবয়সী এই মার্কিন সাঁতারু প্যারিসে ব্যক্তিগতপ্রাপ্তির খাতা খুলেছিলেন ৪০০ মিটার ফ্রিস্টাইলেব্রোঞ্জ জিতে। অলিম্পিকসে এটিই তার প্রথম এবংএখন পর্যন্ত একমাত্র ব্রোঞ্জ পদক। এরপর ১৫০০মিটার ফ্রিস্টাইলে জেতেন সোনা। সবশেষ ২০০মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে লেডেকিপেয়েছিলেন রুপা। ৮০০ মিটার ফ্রিস্টাইলে এ নিয়েটানা চার অলিম্পিকসে সোনা জিতলেন লেডেকি।এই ইভেন্টে অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস ৮মিনিট ১২ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে রুপাএবং যুক্তরাষ্ট্রের পাইজি ম্যাডেন ৮ মিনিট ১৩সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

March 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031