কোপা- ইউরোর ফাইনাল ঘিরে ফুটবল বিশ্বে ঈদ উৎসব
ফুটবল বিশ্বকাপের পর সবচেয়ে আকর্ষণীয় দর্শক প্রিয় দুটি টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো। যেই দুই টুর্নামেন্ট এখন শেষ হওয়ার পথে।
যেখানে শিরোপা জয়ী দলকে বরণ করে নেওয়ার অপেক্ষায় এখন বিশ্বের কোটি ফুটবল অনুরাগী। বাংলাদেশ সময় রোববার ১টায় জার্মানির বার্লিনে স্পেন খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
এর ঠিক কয়েক ঘণ্টা পর সোমবার সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা।
টুর্নামেন্ট দুটি ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহের অন্ত নেই। বিশ্ব ফুটবলে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ অন্যান্য মহাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। দুই ঘরনার ফুটবলই আপন বৈশিষ্ট্যে অনন্য।
যদিও সময়ের পরিক্রমায় দক্ষিণ আমেরিকার ছন্দময় ফুটবল ইউরোপের পাওয়ার ফুটবলের কাছে অনেকটাই বিলীন হওয়ার পথে।