বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মনপুরার শেলিনা চৌধুরী

প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য ভোলা জেলার পরে এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়াম্যান নির্বাচিত হয়েছেন ভোলা জেলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ,বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন,সরকারিওব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা,শিশুদের বিদ্যালয়মুখি করার লক্ষ্যে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী ক্রয়,অতিরিক্ত শ্রেনিকক্ষ নির্মাণে সহযোগিতা,শিক্ষার্থীদের পড়াশুনার তদারকি করার স্বীকৃতি স্বরুপ শেলিনা চৌধুরী বিভাগীয় পর্যায়ে  শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি বরিশাল বিভাগীয় কমিশনার  মোহাম্মদ শওকত  আলী ও বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন বাছাই কমিটিতে  মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন।

জানা যায়,প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করায় বরিশাল বিভাগের ৪১ টি উপজেলার মধ্যে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এছাড়াও গত ২১ সেপ্টেম্বর ভোলা জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ ভোলা জেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

শেলিনা আকতার স্বামী ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জাফর উল্ল্যাহ চৌধুরী। বর্তমানে তিনি মনপুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ২০১৪ সালে  বাংলাদেশ  আওয়ামীলীগ  কর্তৃক  মনোনিত দলীয়  প্রার্থী হিসাবে বিপুল ভোটে  জয়লাভ করে টানা দুই মেয়াদে মনপুরা উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছে।

বর্তমানে তিনি ভোলা জেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি,মনপুরা শিশু সনদ এতিম খানার সভাপতি, এছাড়াও মনপুরায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রার সভাপতি নিষ্টার সাথে  দায়িত্ব পালন করে এসেছেন।

এছাড়াও তিনি জেলা পর্যায়ে  শ্রেষ্ঠ উপজেলা  চেয়ারম্যা নির্বাচিত হয়েছেন।সম্মাননা পদক পেয়েছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সম্মাননা,বিজ্ঞানী  স্যার জগদীশ চন্দ্র বসু সম্মাননা পদক, শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা পদক, প্রিন্সেস  ডায়না পদক,মাদার তেরেসা এ্যাওয়ার্ড, মহত্মা গান্ধী স্মৃতি সম্মননা পদকও পেয়েছেন।

শেলিনা আকতার চৌধুরীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ ব্যাপারে শেলিনা চৌধুরী তার সাথে কথা হলে তিনি জানান, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিতে হলে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

আমি আমার রাজনৈতিক ও সরকারি কাজের পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নিতে আমার অনেক ভালো লাগে।

আগামী প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করতে পারে সেই জন্য কাজ করছি। এছাড়াও

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে“ রুপকল্প ভিশন-২০৪১ও দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যেন অগ্রনী ভূমিকা রাখতে পারে এর জন্য আমি কাজ করে যাচ্ছি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2023
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031