পরীমণি ডিএ তায়েবের বউ হচ্ছেন
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ফেসবুকে তিনি বেশ সরব। বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
কাজে কিছুটা বিরতি পড়লেও আবার নতুন করে শুরু করেছেন। এবার শোনা গেল চলতি বছরের নভেম্বরে মুক্তি পাঁচ্ছে তার ‘কাগজের বউ’ সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ডিএ তায়েব।
আগামী মাসে অর্থাৎ নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাঁচ্ছে ডিএ তায়েব ও পরীমণি অভিনীত সিনেমা ‘কাগজের বউ’।
গত বৃহস্পতিবার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ডি এ তায়েব। ‘কাগজের বউ’ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এটি তায়েব-পরীমণি জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সোনা বন্ধু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।
‘কাগজের বউ’ সিনেমায় পরীমণিকে দেখা যাবে বড়লোক বাবার মেয়ের চরিত্রে। আর ডি এ তায়েব অভিনয় করেছেন দরিদ্র পরিবারের ছেলের চরিত্রে।
তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। তায়েব-পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মামনুন ইমনসহ অনেকে।