আমার এমন একটি তুমি চাই! যে তুমিতে আমি নিজেকে হারাই
আমার এমন একটি তুমি চাই! যে তুমিতে আমি নিজেকে হারাই।
আমার এমন একটি তুমি চাই! যে তুমি আমার মন খারাপের দিনে আমার দূর্বলতা না হয়ে আমার শক্তি হয়ে কাছে দাড়ায়।।
আমার এমন একটা তুমি চাই, যার হৃদয়কে কেউ ভালোবাসার আঘাতে ভেঙে করে দিয়েছে কাচের মতো টুকরো টুকরো।
তাই ভুলে গেছে ভালোবাসতে, ভুলে গেছে মানুষকে বিশ্বাস করতে।
আমি এমন একটা তুমি চাই, যার অতীত নিয়ে আমার জানতে হবে না! শুধু জানবো কত টুক ভালোবাসার বিনিময়ে তার ভাঙা মনটা আমায় দিবে।
আমার এমন একটি তুমি চাই, যে তুমিতে সমস্ত আমি টা জড়ায় আর সমস্ত আমার হৃদয়ে সে জড়ায়।
আমার এমন একটি তুমি চাই! যে তুমিতে না থাকবে হারানোর ভয়;
আর না কোনো প্রেমের অভিনয়।।
আমার এমন একটি তুমি চাই!!
যে তুমিতে থাকবে শুধু মিষ্টি রাগ আর অভিমান,
কিন্তু দিতে হবে না কোনো ভালোবাসার প্রমান।।
আমার এমন একটি তুমি চাই!!
যে তুমিতে আমাকে ঘিরে থাকবে হাজার স্বপ্ন,
যে স্বপ্নের প্রাচীর ভাঙতে পারবে না অন্য কেউ ।।
আমার এমন একটি তুমি চাই!
যে তুমি চাইবে আমার সাথে হাতে হাত দিয়ে
কাটিয়ে দিতে হাজার হাজার কল্প,,
যে তুমি চাইবে না আমার পরিবর্তে অন্য কোন বিকল্প।।
আমার এমন একটি তুমি চাই!!
যে তুমি আমার সকল আবদার মেনে নেবে,,
যেমন টা আমার বাবা মেনে নিতেন
ওই ছুট বেলার সেই দিনে।।
আমার এমন একটি তুমি চাই!!
যে তুমিতে আমার জন্য থাকবে বিশ্বাস
আর সম্মান,
লোকে যতই বলুক তোমার প্রিয়জন মন্দ কিংবা অগুছালো,,
তুমি যেন মিচকি হেসে বলতে পারো
তাও আমার জন্য অনেক ভালো।।
আমার এমন একটি তুমি চাই!!
যে তুমি সম্পর্ক ভাঙার জন্য দেবে না কোনো অজুহাত,,
দিনের পর দিন পাশে থাকবে
আর বলবে আমি ছাড়ছি না তোমার হাত
আছি থাকবো আর
এইভাবেই একসাথেই পার করব জীবনের প্রতিটি ঘাত প্রতিঘাত।।
হে….আমার এমনি একটি তুমি চাই!!