সৌদি আরবে শুটিং শেষে মক্কা-মদিনা সফরে বলিউড তারকা
বিগ বাজেটের হলিউড সিনেমা ‘কান্দাহার’র শুটিং শেষে পবিত্র নগরী মক্কা ও মদিনা সফর করেছেন বলিউড তারকা আলী ফজল।
সৌদি আরবের আল-উলা মরুভূমিতে শুটিং শেষে তিনি পবিত্র দুই নগরী সফরে যান বলে খালিজ টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
আলী ফজল নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে লিখেছেন, মনে হয় অনেক কারণে আমি সত্যিই ধন্য। এই রকমই ভাবি আমি।
এটা আম্মা আর নানার জন্য। আমাদের হারানোর ক্ষত আমার কখনো শুকাবে না….কিন্তু আমি আমার চারপাশে যারা আছে তাদের জন্য প্রার্থনা করে যাবো
ওই পোস্টের সঙ্গে মক্কা ও মদিনা সফরের একটি ভিডিও শেয়ার করেছেন আলী ফজল। তার বান্ধবী রিচা চড্ডাও সৌদির আল-উলা মরুভূমি সফরের ভিডিও শেয়ার করেছেন।
২০০৯ সালে ব্লকবাস্টার সিনেমা থ্রি ইডিয়টসের মাধ্যমে বলিউডে পা রাখেন আলী ফজল। ওই সিমেনায় জয় লব চরিত্রে অভিনয় করেছিলেন আলী।
সিনেমায় জয় লব চরিত্রটি আত্মহত্যা করেন। এছাড়া ফুকরে এবং খামোশিয়ানসহ বিভিন্ন সিনেমায় দেখা গেছে তাকে। সাড়া জাগানো ওয়েবসিরিজ মির্জাপুরেও অভিনয় করেছেন তিনি।
এছাড়া তিনি একটি ইন্দো-আমেরিকান চলচ্চিত্র দ্য আদার অ্যান্ড অফ দ্য লাইন, আমেরিকান মিনি-সিরিজ বলিউড হিরো এবং একটি ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র ভিক্টোরিয়া&আব্দুলে অভিনয় করেছেন আলী ফজল।