করোনা টিকা নিলেন এরদোগান!
করোনা টিকা নিলেন এরদোগান। করোনায় নিজেদের সফল টিকা গ্রহন করলেন এরদোগান!
তুর্কি প্রেসিডেন্ট তার পেজবুক পেজে বলেন..
এই পর্যন্ত আমাদের চলমান সফল টিকা কর্মসূচির মধ্যে ২৫৪ হাজার সাস্থকর্মী তাদের প্রথম ডোজ টিকা গ্রহন করেছে। আমিও তাদের সাথে যোগ দিয়ে টিকা পেয়েছ।
আশাকরি আমরা শিগ্রই আমাদের সমকল নাগকরিকদের টিকা প্রধান করতে পারবো। আমরা সেই লক্ষে কাজ করছি।