সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ শেয়ারের দর
সূচক বাড়ালেও ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৫৭৭ কোটি টাকা।
মঙ্গলবার (৭ জানুয়ারি’ ২০২১) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪০ পয়েন্টে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে হয়েছে ১২৮১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০৭২ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।
ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ ৪১ হাজার টাকা।