মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, চলতি বছর দুই দফা বন্যার কারণে আউশ-আমনের ক্ষতি হওয়ায় ভরা মৌসুমেও ধান-চালের দাম বাড়ছে।
পরিস্থিতি সামাল দিতে ৫ থেকে ৬ লাখ টন চাল আমদানি করার বার্তা দিয়েছেন তিনি। রোববার রাজধানীর কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রবিবার সচিবালয়ে গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গবেষণা কেন্দ্রের ভূমি উন্নয়ন ও গণপূর্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
কৃষিমন্ত্রী জানান, এ বছর আগের তুলনায় আরো বেশি জমিতে আউস ও আমন ধান উৎপাদনের প্রস্তুতি ছিল। কিন্তু কয়েক দফা বন্যা ও অতিরিক্ত বর্ষণে ২০ লাখ টন ধান কম উৎপাদন হয়েছে।
মন্ত্রী আরো জানান, সরকারি গুদামে ছয় লাখ মেট্রিক টন চাল এখন মজুদ আছে। এ সময় যে মজুদ থাকার কথা তার চেয়ে মজুদ কমেছে।
চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও চাল আমদানির সুযোগ দেয়া হচ্ছে। তবে, ৬ লাখ টনের বেশি আমদানি হলেই এলসি’র অনুমতি বন্ধ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী।