মৌলবাদীদের পুনর্বাসন করেছে বিএনপি: তথ্যমন্ত্রী
বিএনপি মৌলবাদীদের পুনর্বাসন করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান এই পুনর্বাসনের কাজ করেছেন ও খালেদা জিয়া তার ধারাবাহিকতা বজায় রেখেছেন।
মৌলবাদীরা এখন বিএনপির ক্রীড়নক হিসেবে কাজ করছে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের বিজয় দিবসের এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ অভিযোগ করেন।
ভাস্কর্যবিরোধীদের প্রসঙ্গে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি নানান অজুহাতে বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছে।
তারা অন্যের ক্রীড়নক হিসেবে কাজ করছে। স্বাধীনতার ৫০ বছরের পথচলায় বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করতে অনেক অপচেষ্টা হয়েছে।
কিন্তু যে চেতনার ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই চেতনাকে ধারণ করেই বাংলাদেশ পরিচালিত হবে।হাছান মাহমুদ আরও বলেন, ভাস্কর্যবিরোধীদের পূর্বপুরুষেরা বাংলাদেশের বিরুদ্ধাচরণ করেছে এবং তারা পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে।
বিভিন্ন সময়ে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।
এখনো তারা ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।