বাইডেন ১০০ দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেবেন
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বে করোনা ভাইরাস আক্রান্ত দেশের তালিকায় প্রায় শুরু থেকেই শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এরই মধ্যে সেখানে দেড় কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিলওয়ারে এক সংবাদ সম্মেলনে যোগ দেন বাইডেন।
সেখানে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। নতুন প্রেসিডেন্ট জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ সকলের।
এ সময় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান হিসেবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করেন তিনি।
বাইডেন বলেছিলেন, আমার প্রথম ১০০ দিনে কোভিড-১৯ ভাইরাস চলে যাবে না।
আমি সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারব না। খুব দ্রুততম সময়ে যেমন এই পরিস্থিতি তৈরি হয়নি, দ্রুততার সঙ্গে আমরা এখান থেকে বের হতেও পারব না।