পাইকারিতে সস্তা শীতের সবজি, খুচরা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে
রাজধানীর পাইকারি বাজারে সস্তা শীতের সবজির দর। দাম কমেছে পেঁয়াজ ও আলুর। তবে পাইকারির তুলনায় খুচরায় সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। স্থিতিশীল ভোজ্যতেল ও চালের দামও।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, শীতের সবজি বাধাকপি, ফুলকপির ছড়াছড়ি। সরবরাহ বাড়ায় দাম কমে প্রতি পিস বাধাকপি বিক্রি হচ্ছে মানভেদে ১৫ থেকে ২৮ টাকা দরে।
আর ফুলকপি পাওয়া যাচ্ছে ৮ থেকে ১০ টাকায়। পাইকারিতে বেগুন মানভেদে ১৫ থেকে ৩৫, মুলা ১০ থেকে ১২, শালগম ১৮ থেকে ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দাম কমেছে দেশি পেঁয়াজ ও আলুর। পাইকারিতে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা কেজি। আর আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়।
খুচরা বাজারেও কমেছে শীতের সবজির দাম। তবে পাইকারি বাজারের তুলনায় দাম এখনো প্রায় দ্বিগুণ। খুচরায় মুলা ৪০, শালগম ৫০ আর বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
এদিকে, বাজারে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে চাল ও সব ধরনের সয়াবিন তেল। কিছুটা কমেছে ডালের দাম।