অবশেষে জামিন পেলেন ফটো সাংবাদিক কাজল
ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন।
জ্যোর্তিময় বড়ুয়া বলেন, এ মামলায় গত ২৪ আগস্ট তাঁর জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। এরপর ৮ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করা হয়।
১৯ অক্টোবর শুনানি শেষে আদালত দুই সপ্তাহের রুল জারি করেন। এর পর আজ এ মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।
এরপর রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় গত ১০ ও ১১ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে আরো দুটি মামলা হয়।
কিন্তু গত ১৮ মার্চ রাতে কাজলের ছেলে মনোরম পলক কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ৩ মে ৫৩ দিন নিখোঁজ থাকার পর বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করে তাকে।
এরপর তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা গ্রেপ্তার দেখিয়ে যশোরে মামলা করা হয়। ওই মামলায় যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২০ মে কাজলকে অব্যাহতি দেন।
কিন্তু সেদিন তাঁকে মুক্তি না দিয়ে কারাগারে পাঠানো হয়। ওই আদালতের আদেশে বলা হয়, তাঁকে (কাজল) ঢাকার সিএমএম আদালত থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাই তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া যাচ্ছে না। সেই থেকে কাজল কারাবন্দি।
গত ১৯ অক্টোবর কাজলকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।