প্রায় ২কোটি টাকার ইয়াবা উদ্ধার বিজিবির
বিজিবি’র অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) ১ জন আসামীসহ এক কোটি আশি লক্ষ টাকা মূল্যমানের ষাট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
অদ্য ২৩ নভেম্বর ২০২০ তারিখ গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি) এর দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। গভীর রাতে ০১ জন ইয়াবা পাচারকারী অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে মিয়ানমার হতে নাফ নদী সাঁতরিয়ে জালিয়ারদ্বীপে এসে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে বিজিবি টহলদলটি আনুমানিক ০৭১৫ ঘটিকায় জালিয়ারদ্বীপ এলাকায় তল্লাশী অভিয়ান পরিচালনা করে ০১ টি প্লাষ্টিকের বস্তাসহ বর্ণিত ব্যক্তিকে জালিয়ারদ্বীপ হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির নিকটে রক্ষিত প্লাষ্টিকের বস্তাটি তল্লাশী করে ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরূপঃ
ক। মোঃ জোবায়ের (৩২), পিতা-মোঃ রফিক, শেল্টার নম্বর-২৮৮৫৭৫, ব্লক নম্বর-এ/৯, ক্যাম্প নম্বর-২৭, কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির, উখিয়া, কক্সবাজার।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।