যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা: ১০ হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় টানা বিক্ষোভ করে আসছে প্রতিবাদীরা। দেশটিতে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে মার্কিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এপির দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের গ্রেফতারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

গত শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টায় দেশটির মিনেসোটায় ড্রাইভিং লাইসেন্সধারী ৫২ জনের মধ্যে ৪১ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। দেশটির রাজধানীতে, বুধবার বিকেল পর্যন্ত গ্রেফতার হওয়া ৪০০ জনের মধ্যে ৮৬ শতাংশই হলেন ওয়াশিংটন, ডিসি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার।

লস অ্যাঞ্জেলেসে, একটি অনলাইন তহবিল সংগ্রহ অভিযান মিনিয়াপলিসে গত ২৫ মে ফ্লোয়েডের মৃত্যুর পর থেকে থেকে বিক্ষোভে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে ফ্লয়েডের মৃত্যু হয়। এরপরই শুরু হয় বিক্ষোভ। পুরো দেশে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। তবে ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে মিনিয়াপলিস পুলিশ বিভাগ। এদের মধ্যে ফ্লয়েডকে হত্যার দায়ে ৪৪ বছর বয়সী দেরেককে গ্রেফতার করা হয়েছে। আল জাজিরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31