নির্বাচনে হারলে ট্রাম্প ফলাফল মানবেন না: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান তাহলে তিনি ফলাফল মেনে নিবেন না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জো বাইডেন বলেছেন, তিনি হেরে গেলে ফলাফল মানবেন না। যা খুবই বিপজ্জনক।

গত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে ট্রাম্পের এমন অভিযোগের বিষয়ে বাইডেন বলেন, বিষয়টি নিয়ে তারা কয়েকটি আদালতে মামলা করেছেন।

সকলেই বলেছে, নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে। তিনি বলেছেন, মার্কিন মিত্ররা আশা করছে আমি  নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হবো। দেখুন, আমি সারা বিশ্ব ভ্রমণ করি। বিশ্বের অন্যান্য নেতারা আমাকে নিয়ে কী বলে তা আপনারা জানেন।

বাইডেন বলেন, ট্রাম্প প্রচারাভিযানের সময় যে মন্তব্য করেছেন তা প্রমাণ করে যে তিনি হোয়াইট হাউসে ফিরে এলে প্রেসিডেন্ট পদকে নিজের সুবিধার্থে কাজে লাগাবেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন আবার মুখোমুখি হচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2024
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31