ব্রেকিং নিউজঃ

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, গুলশানে আনুষ্ঠানিকতায় ফুল দিয়ে বরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

সোমবার ১ ডিসেম্বর বিএনপির গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল তার হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।

রেজা কিবরিয়া পেশায় অর্থনীতিবিদ। আইএমএফ-এর হয়ে বিশ্বের প্রায় পঁয়ত্রিশটি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ ১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন এবং পরে দলটির সাধারণ সম্পাদক হন। নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিলে গণফোরাম দুইভাগে বিভক্ত হয়।

পরবর্তী সময়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, তবে দলটি আবার বিভক্তির মুখে পড়ে। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা নেওয়ার পর এবার তিনি সরাসরি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

বিএনপি সূত্র জানায়, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দল নানান কাঠামোগত সমন্বয় করছে। রেজা কিবরিয়া হবিগঞ্জ ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। দল ইতোমধ্যে ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে।

যোগদান অনুষ্ঠানে বিএনপির কয়েকজন নেতা বলেন, রেজা কিবরিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার দক্ষতা দলকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে।

রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রয়োজন, আর তিনি বিএনপির হয়ে কাজ করতে আগ্রহী। তার ভাষায়, “পরিবর্তনের জন্য জাতীয় পরিসরে শক্তিশালী দলীয় ভূমিকা রাখা জরুরি এবং আমি সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নিয়েছি।”

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2025
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031