ব্রেকিং নিউজঃ

ক্ষমতায় গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, দোরগোড়ায় পৌঁছাবে সেবা: জামায়াতের আমির

ক্ষমতায় গেলে সরকারের সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছাবে, কোনো দাবি নিয়ে মানুষকে দপ্তরে ঘুরতে হবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

রোববার ৩০ নভেম্বর দুপুরে ‘প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে তিনি আগের সরকারগুলোর সমালোচনা করে বলেন যে তারা আশ্বাস দিয়ে গেছে, তবে কাজের মাধ্যমে এর ফল দেখাতে পারেনি।

তার ভাষায়, আশ্বাস নয় বরং কর্মই পরিচয়ের প্রমাণ। একই জাতি হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের কারণে উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন যে সমস্যার মূল জায়গায় হাত না দিলে পরিবর্তন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এখনো মানসম্মত ও পরিকল্পিত শিক্ষা কাঠামো গড়ে ওঠেনি।

তার মতে, শিশুর পড়ালেখার বিষয়টি নির্ধারণ করবেন শিক্ষক, আর লক্ষ্য হওয়া উচিত প্রতিটি শিশুকে দক্ষ ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলা।

বিচারব্যবস্থা নিয়ে সমালোচনা করে তিনি জানান, দেশে এখনো ন্যায়বিচার পেতে টাকা লাগে, যা পরিবর্তনের দাবি রাখে। তিনি বলেন, “আমরা সরকারে গেলে আন্দোলনের প্রয়োজন হবে না, সরকার নিজ দায়িত্বে মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেবে।”

তিনি আরও জানান, ক্ষমতায় না গেলেও তাদের সংগঠনের উদ্যোগে ১০০টি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপনের কাজ চলবে। তার মতে, সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া সব সময়ই তাদের অঙ্গীকার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

December 2025
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031