এবার হরর সিনেমায় দেখা যাবে সাইয়ারা’খ্যাত অনীতকে

সাইয়ারা’ ছবির মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর বলিউডে এবার নতুন ছবিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী অনীত। তাকে দেখা যাবে ‘ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স’-এর নতুন ছবি ‘শক্তিশালিনী’তে।

সামাজিক মাধ্যমে অনীতকে শুভেচ্ছা জানিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজির আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মান লিখেছেন, ‘তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত।

একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।’ এর আগে শোনা যায়, ছবিটিতে অভিনয় করবেন কিয়ারা আদভানি।

তবে সন্তান জন্মের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ায় তার জায়গায় অনীতকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অভিনয়জীবনের শুরুতে অনীত বলিউডে অভিষেক করেন রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ ছবির মাধ্যমে। তবে দর্শকপ্রিয়তা পান চলতি বছরের হিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে।

আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপির বেশি আয় করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2025
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
282930