রিশাদ টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে : মুশতাক
টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলে নিয়মিত মুখ রিশাদ হোসেন। তবে লাল বলের ক্রিকেটে এখনো ডাক পাননি।
চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ৬ উইকেট পেয়েছেন রিশাদ।
দ্বিতীয় ওয়ানডের আগে তাকে নিয়ে বড় স্বপ্নের কথা জানালেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। গতকাল সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশতাক।
রিশাদকে খুব দ্রুতই সাদা পোশাকের দলে দেখতে চান বলে মন্তব্য করেছেন তিনি, ‘আমি ১০০% আশা করি (রিশাদ টেস্টে খেলবে)। শেষ চার উইকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে যারা শেষ দিকেও ভালো ব্যাট করতে পারে।
তিনি আরও বলেন, ‘রিশাদের মতো উচ্চতা এবং বাউন্সসহ একজন লেগ-স্পিনার যিনি ভালো ফুল ডেলিভারি করতে পারেন, তিনি খুব মারাত্মক হতে পারেন।
শেষ চার ব্যাটসম্যান তার রং আর্ম পড়তে পারবে না। টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে, কিন্তু তাকে ভালো ওভার করে সেই জায়গা অর্জন করতে হবে।’
মিরপুরের স্পিন সহায়ক উইকেটে ভালো বোলিং করাটা কিছুটা চাপ নিয়ন্ত্রণের ব্যাপার মুশতাক বলেন, ‘সত্যি বলতে এটা ততটা সহজ নয় (পাঁচ উইকেট নেয়া)। যেমনটা আপনি জিজ্ঞেস করলেন।
কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয় কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ-স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন।’ আরও যোগ করেন, ‘কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা।
এই পিচগুলো কখনও কখনও আপনাকে আপনার কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকে বের করে নিয়ে যেতে পারে। বোলার (রিশাদ হোসেন) খুব ধারাবাহিকভাবে ভালো লাইন ও লেংথে বল করেছে।’
